Maniktala By election

মানিকতলায় বামপন্থী প্রার্থীকে জয়ী করার আহ্বানে মিছিল ডিওয়াইএফআই’র

কলকাতা

প্রার্থী রাজীব মজুমদারকে নিয়ে মিছিল ডিওয়াইএফআই’র।

মানিকতলা বিধানসভার উপনির্বাচন ১০ জুলাই। শুক্রবার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রাজীব মজুমদারের সমর্থনে মিছিল করল ডিওয়াইএফআই। 

যুব সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় নেতা রাজীব মজুমদার। এদিন মিছিলে ভালো সংখ্যায় যোগ দেন যুবরা। রাজ্যকে অরাজকতার হাত থেকে বাঁচাতে, ধর্মের নামে বিভাজন ঠেকাতে বামপন্থী প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। কাজের অধিকার, শিক্ষার অধিকারের পক্ষে লড়াইকে শক্তিশালী করতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানায় ডিওয়াইএফআই। সংগঠনের কলকাতা জেলা কমিটির ডাকে হয়েছে এই মিছিল। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন