DYFI JALPAIGURI HUL DIWAS

হুল দিবসে ফুটবল, উদ্দীপনা নাগরাকাটায়

জেলা

হুল দিবসে যুবদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ।

হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুটবল প্রতিযোগিতা হলো রবিবার। ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে নাগরাকাটা চেংমারি মাঠে হয়েছে ফুটবল  প্রতিযোগিতা। কেবল যুবকরা নন, প্রতিযোগিতায় অংশ নিলেন যুবতীরাও।
যুবক এবং যুবতীদের আলাদা আলাদা খেলায় মোট চারটি দল অংশ নেয়। ফাইনালে জয়ী হয় আপার চেংমারী যুবতী টিম। যুবকদের ফাইনালে জয়ী হয় দীপা লাইন যুব টিম। 
বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন যুবনেতা দিলীপকুমার ওঁরাও এবং ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে। ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। 
এই ফুটবল প্রতিযোগিতা ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল প্রবল।

Comments :0

Login to leave a comment