park street incident

পার্ক স্ট্রিটের ঘটনায় ছাত্র যুব মহিলাদের বিক্ষোভ ডেপুটেশন

কলকাতা

গত ৪ অক্টোবর পার্ক স্ট্রিট থানায় কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থা করার অভিযোগ সামনে আসে। মহিলা সিভিক ভলান্টিয়ারকে পুজোর ড্রেস দেওয়ার নাম করে থানার উপরের ঘরে ডাকে ওই থানার এক সাব ইন্সপেক্টার। তাঁকে শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। থানায় যখন সে অভিযোগ করেন প্রথমে ওই ব্যাপার টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। ফের একবার কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে আসছে। সেই ঘটনার প্রতিবাদে সোমাবর এসএফআই ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলা কমিটি পার্ক স্ট্রিট থানায় বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা দেয়। 
এসএফআই ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কর্মী সমর্থকরা পার্ক স্ট্রিট থানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। নেতৃত্বের ৮ সদস্যের প্রতিনিধি থানার ওসির কাছে গিয়ে ডেপুটেশন দেন এবং এই ঘটনা নিয়ে বিস্তারিত ভাবে কথা বলেন।  
ডেপুটেশন দিয়ে বেরিয়ে ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক পৌলবি মজুমদার জানান, ‘‘পার্ক স্ট্রিট থানার ওসি তাঁদের জানিয়েছেন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার এখন রেস্টে আছেন। তিনি যখন ডিউটিতে যুক্ত হতে চাইবেন তিনি তখনই যুক্ত হতে পারবেন। কিন্তু শেষ কয়েক মাসে আমরা যা দেখছি তাতে পুলিশের উপর আমরা ভরসা রাখতে পারছি না। আমরা নজরে রাখবো তদন্ত সঠিক পথে হচ্ছে কী না এবং দোষীরা দৃষ্টান্ত মূলক শাস্তি পেলো কী না’’।

Comments :0

Login to leave a comment