Medical Council Doctors

মেডিক্যাল কাউন্সিলে চিকিৎসকরা, চলছে বিক্ষোভ-ডেপুটেশন

রাজ্য

চিকিৎসকদের বিক্ষোভে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সল্টলেকে মেডিক্যাল কাউন্সিলের সামনে।

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনেই হয়েছে তুমুল কারচুপি। মেডিক্যাল কাউন্সিলের সদস্যরা নির্বাচিতই হয়েছেন দুর্নীতি করে। এই মেডিক্যাল কাউন্সিল দুর্নীতিতে যুক্ত থাকতে বাধ্য। সে কারণেই মেডিক্যাল কাউন্সিল সাফাইয়ের ডাক দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার সল্টলেকে মেডিক্যাল কাউন্সিলের সামনে দাঁড়িয়ে একথা বলেছে চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। এদিন মেডিক্যাল কাউন্সিলের সামনে এই কর্মসূচিতে রয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস ফ্রন্টও। 
এদিন প্রথমে বাধা দিলেও মঞ্চের প্রতিনিধিদের ডেপুটেশনে যেতে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। প্রথমে ৬ চিকিৎসক এবং পরে ৩ চিকিৎসক গিয়েছেন ডেপুটেশনে।
মেডিক্যাল কাউন্সিলের বাইরে সভা করেন চিকিৎসকরা। আর জি কর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডে যে যে দাবি তোলা হয়েছে তার অন্যতম মেডিক্যাল কাউন্সিলে সাফাইয়ের দাবি। চিকিৎসকরা বলছেন এই মেডিক্যাল কাউন্সিল ভেঙে স্বচ্ছ নির্বাচন করতে হবে।
বাইরে সভায় তাঁরা বলেছেন, অপরাধীদের আড়াল করে প্রতিবাদীদের ধরতে ব্যস্ত প্রশাসন। ছাত্রী রূপসা মণ্ডল এবং ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের মুক্তির দাবি তোলা হয়। 

Comments :0

Login to leave a comment