Ex-Maharashtra Chief Minister Ashok Chavan joins BJP

কংগ্রেস ছেড়ে বিজেপিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী

জাতীয়

গতকালই কংগ্রেস ছাড়েন তিনি।  ছাড়ার একদিন পরই বিজেপিতে যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক ছবান। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছবন বলেন, ‘‘আমি আজ মুম্বইয়ে বিজেপির অফিসে যোগ দিচ্ছি। আজ আমার নতুন রাজনৈতিক জীবনের শুরু’’।
কংগ্রেসের প্রবীণ নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছ থেকে তিনি কোনও ফোন পেয়েছেন কিনা জানতে চাইলে ছবান তা এড়িয়ে যান।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, বিজেপিতে যোগ দেওয়ার সময় তিনি কোনও কংগ্রেস কর্মী বা তাঁর সমর্থকদের সঙ্গে যোগাযোগ করেননি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এসবি ছবানের পুত্র অশোক ছবান (৬৫) সোমবার জোর দিয়ে বলেছেন যে কংগ্রেস ছাড়ার তাঁর সিদ্ধান্ত স্বতন্ত্র ছিল এবং এর জন্য নির্দিষ্ট কারণকে তিনি দায়ী করেননি।

Comments :0

Login to leave a comment