Farmers protest

ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তার জন্য অর্ডিন্যান্স আনার দাবি কৃষকদের

জাতীয়

শনিবার কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের দাবি করেছেন যে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি দেওয়ার জন্য কেন্দ্রের একটি অর্ডিন্যান্স আনা উচিত, যা বর্তমানে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু ও খানৌরি পয়েন্টে শিবির করা কৃষকদের প্রধান দাবি।
কৃষক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চতুর্থ দফার আলোচনার একদিন আগে এই দাবিটি এসেছে।
তিনি বলেন, ‘‘কেন্দ্র যদি অর্ডিন্যান্স নিয়ে আসে, চাইলে রাতারাতি এনে দিতে পারে। সরকার যদি কৃষক আন্দোলনের সমাধান চায়, তবে অবিলম্বে একটি অর্ডিন্যান্স আনুক যে এটি এমএসপি নিয়ে আইন প্রণয়ন করবে, তারপরে আলোচনা আরও এগিয়ে যেতে পারে।
পদ্ধতি সম্পর্কে পান্ধের বলেন, যে কোনও অর্ডিন্যান্সের ছয় মাসের বৈধতা থাকে।

কৃষি ঋণ মকুবের বিষয়ে পান্ধের বলেন, সরকার বলছে ঋণের পরিমাণ মূল্যায়ন করতে হবে। সরকার এ বিষয়ে ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এটা ইচ্ছার প্রশ্ন’।
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাই এবং কৃষক নেতারা রবিবার চতুর্থ দফার বৈঠকে বসবেন। এর আগে ৮, ১২ ও ১৫ ফেব্রুয়ারি দুই পক্ষের বৈঠক হলেও আলোচনা অমীমাংসিত রয়ে গেছে।

Comments :0

Login to leave a comment