শালবনীর খাস জমির ভুয়ো দলিল বানিয়ে দখল করেছে তৃণমূলের প্রশ্রয় পাওয়া সিন্ডিকেটবাহিনী। সেই প্রায় ৩০০ একর জমিতে যাঁরা এতদিন চাষ করেছেন, তাঁদের উচ্ছেদ করার চেষ্টা করছে সিন্ডিকেট। এর বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের সীতারামপুর মেটাল মৌজার কৃষকরা। তাঁদের মধ্যে একাংশ আদিবাসী।
ভীম সরেন, আশিস রায়, দিলীপ সিং, তপন ভুঁইয়াদের অভিযোগ, তাঁদের মতো ৯৯জন ওই জমিতে চাষ করেন। অনেকেরই বাবা কিংবা ঠাকুরদা ওই জমিতে চাষ শুরু করেছিলেন। প্রায় তিরিশ বছর আগে ওই জমিকে চাষযোগ্য করে তোলা হয়েছিল। কিন্তু যতবারই সেই জমির পাট্টা দেওয়ার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত সমিতি, ততবারই তৃণমূল নানা কৌশলে বাধা দিয়েছে। মাওবাদী-তৃণমূলের হাঙ্গামার সময় ওই এলাকায় পাট্টা দেওয়া সহ নানা গ্রামোন্নয়নের কাজ করা যায়নি। ২০১১-তে তৃণমূল সরকারে আসার পর পাট্টা দেওয়ার কোনও চেষ্টাই করেনি। সেই চাষের জমি ব্লকের এবং মহকুমার ভূমি আধিকারিকের দপ্তরের অফিসার, কর্মীদের কেউ কেউ তৃণমূলের নেতা, কর্মীদের সাহায্য করেছেন খাস জমির ভুয়ো দলিল তৈরিতে। প্রায় ৩০০ একর জমির নানা ভাগে একেক জনের নামে দলিল তৈরি হয়েছে। তারপর বেশ কয়েকবার সেই মালিকানার বদল দেখানো হয়েছে। সম্প্রতি কৃষকদের উচ্ছেদের আইনি নোটিস ধরানো হয়েছে। লক্ষীরাম সরেন, সীতারাম সরেন, জিতেন রায় এদিন জানান,‘‘গত বছর ১৪৪ধারা প্রয়োগ করে চাষে বাধা দেওয়া হয়েছিল। আমরা তবু চাষ করেছিলাম। এবার আমরা তাঁবু খাটিয়ে এই জমি পাহারা দেব। কিছুতেই দখল হতে দেব না। এই সরকার বলে তারা কৃষক-দরদী। কোথায় তাদের সেই দরদ?’’ এদিন ওই কৃষকরা শালবনী থানা, বিডিও, বিএলআরও দপ্তরে ডেপুটেশনও দেন। কৃষকদের অভিযোগ, যারা ওই জমির দখল নিয়েছেন, তাদের দু’জনের একজন গড়বেতা থানার গুইয়াদহ এলাকার এক বাসিন্দা। তিনি সীতারামপুরে পেট্রল পাম্প, ধাবার মালিক। অপর জনের বাড়ি খড়্গপুর গ্রামীণ থানার মাদপুরে।
গতবছর চাষের পর কৃষকরা হাইকোর্টে মামলার আবেদন জমা দেন। হাইকোর্ট এখনও কোনও নির্দেশ না দেওয়া সত্ত্বেও এবার তৃণমূলের মদতপুষ্ট জমির ভুয়ো দলিলের মালিকরা কৃষকদের আইনি নোটিস ধরিয়েছে।
Farmers protest
ভুয়ো দলিল বানিয়ে চাষের জমি দখল, বিক্ষোভ কৃষকদের
×
Comments :0