Diarrhea Purulia

ডায়রিয়া ও কলেরার প্রকোপ পুরুলিয়ার বিভিন্ন ব্লকে

জেলা

পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে ডায়রিয়া ও কলেরার প্রকোপ ছড়ালো। বাঘমুন্ডি ব্লকের কালিমাটি, সারজুমাতু সহ বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। অন্যদিকে রঘুনাথপুর মহকুমা এলাকার বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে কলেরার প্রকোপ। ঘটনায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্যদপ্তর। বাগমুন্ডি ব্লকের বুড়দা কালিমাটির গ্রাম পঞ্চায়েত এলাকার কালিমাটি গ্রামে প্রায় ৩০০ মানুষের বসবাস। সেখানে কুড়িটি পরিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অশোক বিশ্বাস জানিয়েছেন ‘‘বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে তেইশ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। অনেককে আবার বাড়িতে রেখেও চিকিৎসা করানো হচ্ছে। খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য দপ্তরের দল গ্রামে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যে জল মানুষ ব্যবহার করেন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দেখা গিয়েছে পানীয় জল থেকেই এই রোগের প্রকোপ ছড়িয়েছে।’’ বাঘমুন্ডি ব্লক এলাকার ডায়রিয়া সংক্রমিত গ্রামগুলির নলকূপ, সৌরচালিত পাম্প ও পুকুরের জল পরীক্ষা করে ব্যাকটেরিয়া পাওয়ায় বেশ কয়েকটি নলকূপ ও পুকুরের জল ব্যবহার করতে বারণ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ঝোলানো হয়েছে নোটিশ বোর্ড।


অন্যদিকে রঘুনাথপুর মহকুমা এলাকার কলেরা সংক্রামিত গ্রামগুলির জলের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর। ট্যাঙ্কারের সাহায্যে পানীয় জল সরবরাহ করে হচ্ছে আক্রান্ত এলাকাগুলিতে। স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় সচেতনতার প্রচার চালানো হচ্ছে। এলাকায় বসানো হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। এবিষয়ে বাঘমুন্ডি এলাকার বাসিন্দারা জানান, ‘‘গ্রামের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছি। এই প্রথম গ্রামে একসাথে এতজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি বাঘমুন্ডি এলাকাতেই বেশি পরিমাণ  রোগী পাওয়া গেছে।’’

Comments :0

Login to leave a comment