18th Loksava

সোমবার প্রথম অধিবেশন লোকসভার

জাতীয়

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন, তারপরে স্পিকার এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
এপ্রিল-জুনে লোকসভা নির্বাচনের পর এটাই হবে প্রথম লোকসভার অধিবেশন। অষ্টাদশ লোকসভায় এনডিএ পেয়েছে ২৯৩টি আসন, বিজেপি পেয়েছে ২৪০টি আসন, যা সংখ্যাগরিষ্ঠতা ২৭২-এর চেয়ে কম। বিরোধী ইন্ডিয়া মঞ্চের আসন সংখ্যা ২৩৪টি,যার মধ্যে কংগ্রেসের রয়েছে ৯৯টি।
বেলা ১১টা থেকে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী মোদী শপথ নেওয়ার পর অন্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরপর বিভিন্ন রাজ্যের সাংসদরা বর্ণানুক্রমিক ক্রমানুসারে শপথ নেবেন। অর্থাৎ আসাম থেকে নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন এবং পশ্চিমবঙ্গ থেকে যাঁরা শপথ নেবেন, তাঁরা সবার শেষে শপথ নেবেন।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যসহ ২৮০ জন নবনির্বাচিত সাংসদ শপথ নেবেন এবং পরের দিন (২৫ জুন) ২৬৪ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন।

Comments :0

Login to leave a comment