বিচারের দাবিতে গণআন্দোলন এগিয়ে নেওয়ার ভূমিকাই নেওয়া হবে। আপাতত আমরণ অনশন প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা। ‘অভয়া’-র বাবা এবং মায়ের অনুরোধেই এই সিদ্ধান্ত জানিয়েছেন অনশনকারীদের পক্ষে চিকিৎসক দেবাশিস হালদার।
সোমবার নবান্নে বৈঠকের পর ধর্মতলায় অনশন মঞ্চে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। ছিলেন ‘অভয়া’-র বাবা ও মা। আগামী শনিবার মহাসমবেশের ডাক দেওয়া হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে।
তবে জুনিয়র চিকিৎসকরা এদিন নাবন্নের বৈঠক প্রসঙ্গে জানিয়েছেন যে প্রশাসনের শরীরী ভাষা একেবারেই ইতিবাচক মনে হয়নি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাচ পরতে দেওয়া হয়নি। তাঁরা বলেছেন, আশ্বাস দেওয়া হয়েছে। কতটা কার্যকর হয় দেখা হবে।
তাঁরা বলেন, আর ‘অভয়া’ যাতে না হয় তার জন্য কাঠামোগত পরিবর্তন জরুরি। গণতান্ত্রিক পরিবেশ জরুরি। অপরাধীরাই তো কমিটিতে ছিল। এই পদ্ধতি বদলাতে হবে। সে কারণেই কমিটি গঠন এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গড়ার
অনশনকারীদের কাছে এদিনও আসেন ‘অভয়া’-র মা এবং বাবা।
চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমাদের সহকর্মী ‘অভয়া’-র বাবা-মা বলেছেন যে তাঁরা এক সন্তান হারিয়েছেন। প্রশাসনের ভূমিকায় তাঁদেরও ক্ষোভ রয়েছে। অনশন তাঁরা চাইছেন না আমাদের কথা ভেবেই। গণস্বাক্ষর হয়েছে। বহু মানুষ সই করেছেন। বাবা-মা আমরণ অনশনের অবস্থান থেকে সরে আসতে বলছেন।
একদিকে নাগরিক আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা রাখছি। লড়াই তীব্র করার অঙ্গীকার রাখছি। আমরণ অনশন প্রত্যাহার করছি।
Hunger Strike Doctors
শনিবার মহাসমাবেশ, প্রত্যাহার আমরণ অনশন
×
Comments :0