অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের কলরবকে বাড়াতে হবে।
শনিবার সন্ধ্যায় হাওড়া শহরের বঙ্কিম পার্কে সিপিআই(এম) মধ্য হাওড়া এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে আহুত প্রকাশ্য সমাবেশে কথাগুলি বলেন পার্টির হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ছাড়াও বক্তব্য রাখেন পার্টি নেতা জয়ন্ত মুখার্জি, অরূপ রায়, ইমতিয়াজ আহমেদ, কেয়া দাস প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পার্টিনেতা সুব্রত চক্রবর্তী।
দিলীপ ঘোষ বলেন, জিনিসের দাম বাড়ছে, মানুষের গতরের দাম কমছে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের শাসনকালে। কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে মারার জন্য মেশিন খুলেছে। সব পেটে ভাতের প্রতিশ্রুতি রাখেনি তৃণমূল কংগ্রেস সরকার। আর দেশের বিজেপি সরকার বেকার যুবকদের কাজের প্রতিশ্রুতি রাখেনি। রাজ্যের তৃণমূল সরকার ও দেশের বিজেপি সরকার দুটি সরকার জনবিরোধী সরকার। একদিকে জিনিসের দাম বাড়ছে। কাজ না পেয়ে বেকারত্বের যন্ত্রণা বাড়ছে।
তিনি বলেন, মোদি সরকার সাঁতরাগাছিতে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার প্রেস বন্ধ করে দিয়েছে। বার্ন স্ট্যান্ডার্ড বেচে দিল। নিসকো তুলে দিয়ে জমি বেচে দিতে চাইছে। তৃণমূল সরকারও এক পথে হাঁটছে। ট্রাম কোম্পানি তুলে দিচ্ছে।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের শাসনকালে শাসনকালে সবেতেই চুরি। গোরু, বালি, লটারি, আবাস যোজনা- চুরি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আর জি করের ঘটনা ও তার আগে-পরে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে এরাজ্যে। বিজেপি-র শাসনে হাথরস থেকে উন্নাও এর মত ঘটনা ঘটছে। সব কিছুকে আড়াল করতে বিভাজনের তাস খেলছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস।
তাঁর আহ্বান, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র ফেরাতে হবে।
CPIM HOWRAH
জিনিসের দাম বাড়ছে, গতরের দাম কমছে, একজোটে লড়াইয়ের আহ্বান হাওড়ায়
×
Comments :0