Indian Womens Hockey Team Tour Of Australia

অস্ট্রেলিয়া ট্যুরের জন্য দল ঘোষণা ভারতের

খেলা

Indian Womens Hockey Team Tour Of Australia

আগামী ২৬এপ্রিলে অস্ট্রেলিয়া ট্যুরের জন্য দল ঘোষণা করল ভারতীয় মহিলা হকি দল। অস্ট্রেলিয়া 'এ ' দলের বিরুদ্ধে ২টি এবং সিনিয়র দলের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলবে ভারত। খেলাগুলি হবে পার্থ স্টেডিয়ামে। অধিনায়ক সালিমা টেটে  সামনে থেকে লিড করবেন গোটা দলকে । ২৬জনের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সবিতা , বিচু দেবী , জ্যোতি , ইশিকা , সুশীলা , সুজাতা , সুমন ,  জ্যোতি , আজমিনা , সাক্ষী রানা , সালিমা টেটে , বৈষ্ণবী , নেহা , শর্মিলা দেবী , মনীষা চৌহান , সুনেইতা টোপ্পো , মহিমা , পূজা , লালরেসমি , নবনীত , দীপিকা , মুমতাজ , বলজিৎ , দীপিকা , বিউটিরা । জুনের FIH প্রো লিগের আগে এই ট্যুর বিশেষ গুরুত্বপূর্ণ ভারতের জন্য। নতুন খেলোয়াড়দের কাছে সুযোগ রয়েছে আন্তর্জাতিক স্তরে অজিদের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার। 

Comments :0

Login to leave a comment