Indian Super League

প্রথম পর্বে হার মোহনবাগানের

খেলা

JFC vs MBSG ISL ছবি সৌজন্য - মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়াল ফেসবুক পেজ

আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের প্রথমার্ধের শেষে খেলার ফল ১-১।  ২৪ মিনিটে সিভেরো তোরোর গোলে এগিয়ে যায় জামশেদপুর। কিন্তু ৩৮ মিনিটের মাথায় কামিংস দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে সমতা ফেরায় । ম্যাচে দুর্দান্ত ডিফেন্স করছেন স্টিফেন এজে। দ্বিতীয়ার্ধে আরো ভাল পারফরমেন্স করতে হবে সবুজ মেরুনকে।

দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই প্রায় রক্ষণাত্মক খেলে যাচ্ছিল খালিদের দল। থাপা , দিমিরা জায়গা পাচ্ছিলেন না। ম্যাচে দারুণ ডিফেন্স করলেন প্রণয় হালদার। ঋত্বিক দাসকে নামানোর পর কিছুটা আক্রমণে আসে জামশেদপুর। ম্যাচে জঘন্য পারফরম্যান্স করলেন আশীষ রাই। তারই দিক থেকে ঋত্বিকের বাড়ানো বলেই ৯০+১ মিনিটে জয়সূচক গোল করেন জাভি হার্নান্দেজ। প্রথম পর্বের ম্যাচে ২-১ গোলে হারের ফলে আগামী ৭ তারিখ যুবভারতীতে অন্তত ২-০ গোলে জিততে হবে সবুজ মেরুনকে।

Comments :0

Login to leave a comment