বৃহস্পতিবার আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচ। মুখোমুখি হবে জামশেদপুর ও মোহনবাগান। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়। প্লে অফের ম্যাচে নর্থইস্টকে দারুণভাবে রুখে দিয়ে ২গোল দিয়েছিল খালিদের দল। রক্ষণাত্মকভাবে প্রচণ্ড শক্তিশালী তারা। তবে মঙ্গলবারের প্রেস কনফারেন্সে মলিনা জানিয়েছিলেন যে, কোনো দলের বিরুদ্ধেই বিশেষ কোনো পরিকল্পনা নেই তাদের। তারা তাদের নিজস্ব পরিকল্পনামাফিকই খেলবেন। ফলে সেই দলগত সংহতিতেই প্রথম পর্বের ম্যাচ জিতে অ্যাডভান্টেজ পেতে চাইছে মোহনবাগান। এই ম্যাচে আপুইয়া ও মনবীর না থাকলেও থাপা, আশিক, লিস্টনরা রয়েছেন। আক্রমণে থাকবেন ম্যাকলারেন ও গ্রেগ স্টুয়ার্ট। ফলে জামশেদপুরের ' ইস্পাতকঠিন ' রক্ষণভাগ ভাঙতে মলিনার প্রধান অস্ত্র হতে চলেছে গ্রেগ স্টুয়ার্ট। নিজের পুরোনো দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করাই লক্ষ্য তার । অন্যদিকে জামশেদপুর দলে রয়েছেন মোহনবাগানের ৩ প্রাক্তনী। আশুতোষ মেহেতা , প্রণয় হালদার এবং জাভি হার্নান্দেজ। তারাও মুখিয়ে থাকবেন সবুজ মেরুনের বিরুদ্ধে খেলার জন্য।
মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , টম, আলবার্তো, শুভাশিষ, আশীষ , থাপা, দীপক টাংরি , লিস্টন, আশিক , গ্রেগ ও ম্যাকলারেন ।
মন্তব্যসমূহ :0