JUNIOR DOCTORS PROTEST OBSTRUCTED BY POLICE

পুলিশের বাধা সত্ত্বেও অবস্থানে জুনিয়র চিকিৎসকরা

রাজ্য কলকাতা

JUNIOR DOCTORS PROTEST

চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন রাজ্য সরকারকে। ধর্মতলায় অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশের বাধা উপেক্ষা করে চলছে কর্মসূচি। পুলিশের ভূমিকা ক্ষোভ তীব্র।

শুক্রবারই সাংবাদিক সম্মেলন থেকে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার কথা জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আরো বলেন ধর্মতলার ডরিনা ক্রসিং চত্বরে আমরা অবস্থান মঞ্চ তৈরী করে ১০ দফা দাবি নিয়ে অবস্থান করবো। সেই মতোই কাল রাত থেকেই মঞ্চ বাধার কাজ শুরু হয় কিন্তু পুলিশ বারংবার সেই কাজে বাধা দিতে থাকে। ডেকোরেটর কর্মীদের কাজ করেত বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ জুনিয়র ডাক্তারদের। শেষ পর্যন্ত নিজেরাই মঞ্চ বাধার কাজ শুরু করেন। 

আজ সকাল থেকে জুনিয়ার ডাক্তার তাদের জন্য বায়োটয়লেট, থাকার জন্য খাট, পাখা ইত্যাদি গাড়ি করে আনেন। কিন্তু সেই গাড়ি ভ্যান গুলোকে অবস্থান মঞ্চের দিকে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যখন ভ্যানে করে খাট নিয়ে আসা হচ্ছিলো তখন সেই ভ্যান গুলোকে আটকে দেয় পুলিশ। তখনই ক্ষোভে ফেটে পরে জুনিয়ার ডাক্তাররা। তাঁরা ভ্যান থেকে খাট নামিয়ে রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখতে শুরু করেন। তারপর  তাঁরাই অবস্থান মঞ্চে সেই খাট নিয়ে যান।

 

 

Comments :0

Login to leave a comment