বিচারের দাবিতে চলছিল মিছিল। মাঝে ব্যারিকেড গড়ে পুলিশ। আটকাতে চেয়েছিল মিছিল। সেই ব্যারিকেড ভেঙে এগল মিছিল।
মঙ্গলবার বিকালে বাঁকুড়া শহরে বামপন্থী ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, খেত মজুর, শিক্ষক সংগঠন গুলির ডাকে তিলোত্তমার খুনের বিচার চেয়ে মিছিল ছিল। মিছিল বাঁকুড়া ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর পর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায়। সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। পুলিশ বলপ্রয়োগ করলেও আটকাতে পারেনি।
বিচারের দাবিতে মিছিল আটকাতে তৃণমূল সরকার এবং প্রশাসনের এমন তৎপরতা ধিক্কারের মুখে পড়েছে।
Comments :0