indian premier league

পন্থকে কটাক্ষ পাঞ্জাবের

খেলা

LSG-vs-PBKS-IPL MATCH ছবি সৌজন্য -পাঞ্জাব কিংস অফিসিয়াল এক্স হ্যান্ডেল

মঙ্গলবার লক্ষ্ণৌকে তাদের ঘরের মাঠে হারিয়েছে পঞ্জাব কিংস। অর্ধশতরান করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে আসল ব্যাপার শুরু হয়েছে ম্যাচের বিশেষ কয়েকঘন্টা পর। ম্যাচের পর লক্ষ্ণৌ দলের অধিনায়ক ঋষভ পন্থকে কটাক্ষ করেই পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আসে।  যাতে লেখা ছিল ' টেনশন ? টেনশন তো অকশন মে হি খতম হো গায়ি থি '। যার অর্থ নিলামেই সব টেনশনের সমাপ্তি ঘটেছিল। এই ঘটনার সূত্রপাত প্রায় ৫মাস আগে ডিসেম্বরে। যখন সঞ্জীব গোয়েঙ্কা তার দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের অধিনায়ক করেছিলেন নিলামে প্রায় ২৭কোটি অর্থমূল্য দিয়ে তাকে কেনার পর। তারপর একটি ইন্টরভিউতে পন্থ বলেছিলেন ' মেরা এক হি টেনশন থা । ও থা পাঞ্জাব '। যার অর্থ পাঞ্জাব দল তাকে কিনবে কিনা সেই ব্যাপারে তিনি টেনশনে ছিলেন। তাই ম্যাচ শেষে তার এই মন্তব্যের জবাব কটাক্ষের রূপেই দিলো পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া পেজ।

Comments :0

Login to leave a comment