Left Front on R G Kar

মহানগরে আজ নাগরিক মিছিল, সমর্থন বামফ্রন্টের

রাজ্য

বুধবার কলকাতায় নাগরিক মিছিলের সমর্থনে এগিয়ে এসেছে বামফ্রন্ট। আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা পিজিটি চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের প্রতিবাদে বুধবার বিকাল ৪টেয় কলকাতায় নাগরিক মিছিলের ডাক দিয়েছেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। কলেজ স্কোয়ারের সামনে থেকে এই মিছিল শুরু হবে এবং ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মিছিল শেষ হবে। এই মিছিলের প্রতি সংহতি জানিয়ে বামফ্রন্ট সভাপতি বিমান বসু মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে বলেছেন, তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাজের বিভিন্ন অংশের মানুষ মুখর হয়েছেন, বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন। এই প্রতিবাদকে রাজ্য বামফ্রন্ট সমর্থন করছে। বুধবার বিকালে নাগরিক সমাজের পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে বামফ্রন্ট তার প্রতি সংহতি জানাচ্ছে এবং সব অংশের মানুষকে এই মিছিলে শামিল হয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছে।
এদিকে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, শিক্ষাবিদ অশোকনাথ বসু, পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, রজত বন্দ্যোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, অশোক মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বপ্নময় চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায়, রাজা মিত্র, চন্দন সেন, বাদশা মৈত্র, রাজা সেন, খেয়ালী দস্তিদার, দেবদূত ঘোষ, সীমা মুখোপাধ্যায়, হিরন্ময় ঘোষাল, শুভেন্দু মাইতি, কল্যাণ সেন বরাট, শুভপ্রসাদ নন্দী মজুমদার, দিব্যেন্দু চট্টোপাধ্যায়, মন্দাক্রান্তা সেন, ভগীরথ মিশ্র, দেবজ্যোতি মিশ্র, অনিন্দিতা সর্বাধিকারী, রামআহ্লাদ চৌধুরি, বিমল চক্রবর্তী, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালধি, মানসী সিনহা প্রমুখ এই নাগরিক মিছিলে অংশগ্রহণের জন্য শিল্পী, সাহিত্যিক, কবি, সমাজকর্মী, বিজ্ঞানী, ডাক্তার, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন পেশার নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন। 
বামফ্রন্ট সভাপতি বিমান বসু বিবৃতিতে বলেছেন, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা করছে বামফ্রন্ট। ঘটনাক্রম থেকে স্পষ্ট ঠান্ডা মাথায় নির্যাতন করে খুন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের রাতে কাজ করতে হয়, তাঁদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। এক্ষেত্রে তারা দায়িত্ব পালনে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। মর্মান্তিক ও নজিরবিহীন এই হত্যাকান্ডে জড়িত সব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবি করছে বামফ্রন্ট। পুলিশের তদন্ত প্রক্রিয়ায় জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশে এখন সিবিআই তদন্ত হবে। এই তদন্ত প্রক্রিয়ায় যেন কোনও শিথিলতা না থাকে রাজ্য বামফ্রন্ট এই দাবি জানাচ্ছে।

Comments :0

Login to leave a comment