CENSUS SALIM SHAH

‘জনগণনা করাননি কেন’, শাহকে প্রশ্ন সেলিমের

রাজ্য কলকাতা

জনগণনা কেন হলো না দেশে? স্বাধীন ভারতে এই প্রথম হলো না জনগণনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই তার দায়িত্বে। আগে তার জবাব দিতে হবে অমিত শাহকে।
বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা চাই জনগণনা হোক, জাতভিত্তিক জনগণনা এবং আর্থ সামাজিক সমীক্ষা হোক। জনগণনা করাননি কেন অমিত শাহ?’’
এসব অমিত শাহরা করাবেন না। তা’হলে সত্য ধরা পড়ে যাবে। বেরিয়ে পড়তে পারে যে মধ্য প্রদেশের মতো রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কেরালা বা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি।’’
সেলিম বলেন, ‘‘অমিত শাহ এবং মমতা ব্যানার্জির একই বয়ানে ভাষণ দিচ্ছেন।’’ তাঁর সংযোজন, ‘‘সংসদে এবং বিধানসভায় একাধিক সদস্য রয়েছে যারা কক্ষে বিজেপি বাইরে তৃণমূল।’’ 
বুধবার কলকাতায় অমিত শাহের সমাবেশ হয়েছে। বিধানসভায় আবার মুখ্যমন্ত্রী বসেছেন ধরনায়। 
শাহের ভাষণে অনুপ্রবেশ প্রসঙ্গ ছিল। সংসদে মমতার কাগজ ছোঁড়ার প্রসঙ্গ ছিল। সেলিম বলেন, ‘‘অনুপ্রবেশ হয়ে থাকলে তো স্বরাষ্ট্র মন্ত্রী ব্যর্থ। তাঁরই তো দায়িত্ব অনুপ্রবেশ আটকানো। মমতা অতীতে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এই অভিযোগই করতেন। কারণ তখন তিনি বিজেপি’র জোটে ছিলেন।’’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেছেন, ‘‘কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বামপন্থী উগ্রপন্থা নিয়ে পড়েছেন। তিনি বলছেন, বামপন্থীরাও বাংলার ভালো করতে পারবে না। আমরা বলছি আরএসএস-বিজেপি বাংলার ভালো করতে পারবে না। এরাই গুজরাটে গণহত্যা করেছিল। আজ মণিপুরে জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাঁধিয়েছে।’’ 
সেলিম মনে করিয়ে দেন যে তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবেই আক্রমণ করেন বামপন্থীদের। এদিনও মমতা দাবি করেছেন যে ডিএ বাধ্যতামূলক নয়। বামফ্রন্ট সরকারের সমস্যা তাঁকে মেটাতে হচ্ছে।
সেলিম বলেন, ‘‘একশো শতাংশ মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী। জিনিসের দাম বাড়লে সেই হিসেবে ভাতা দিতে হয়। এই মহার্ঘভাতা বা ডিএ অধিকার, আন্দোলন করে তা অর্জন করেছেন শ্রমিক-কর্মচারীরা। ট্রাইবুনাল বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। অধিকার না হলে দিল কেন, আর মমতাকেই বা ডিএ বন্ধ করতে এক আদালত থেকে আরেক আদালতে ছুটতে হলো কেন।’’ 
বিরোধী দলনেতা বিজেপি’র শুভেন্দু অধিকারীকে চলতি অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে। ধরনার সামনে গিয়ে শুভেন্দু ‘চোর চোর’ বলেছেন। মমতাকে দুর্নীতিগ্রস্তদের দল থেকে তাড়ানোর দাবি তুলেছেন শাহ। সেলিমের মন্তব্য, ‘‘শাহকেও বলতে হবে যে বের করে দিলে তিনি দলে নেবেন না!’’

Comments :0

Login to leave a comment