Ambedkar Shah Left

আম্বেদকর নিয়ে অমিত শাহের কু-মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ বামপন্থীদের

জাতীয়

আম্বেদকরকে নিয়ে অমিত শাহের কু-মন্তব্যের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে অবস্থান বিক্ষোভ, মিছিল, গণডেপুটেশন ও প্রতিবাদের ঝড় তুললেন বামপন্থীরা। পশ্চিমবঙ্গ সহ দিল্লি, কেরালা, ত্রিপুরা, রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, তামিলনাডু, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও ওডিশার বিভিন্ন জেলায় সোমবার অমিত শাহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল) লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ও কমিউনিস্ট গদর পার্টি। একই সঙ্গে বিভিন্ন স্থানীয় সমস্যা, ফসলের ন্যায্য দাম, কৃষি ঋণ মকুব, ন্যূনতম সহায়ক মূল্যের প্রতি আইনি অধিকার সহ আরও বিভিন্ন দাবি উঠে এসেছে বামপন্থীদের বিক্ষোভে। সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করে বিজেপি’র ‘এক দেশ এক ভোট’ নীতির বিরুদ্ধেও বামপন্থী দলগুলি প্রতিবাদে সরব হয়েছে।   
দিল্লির যন্তর মন্তর চত্বরে বামপন্থীদের বিক্ষোভ সমাবেশে এদিন কৃষকনেতা হান্নান মোল্লা বলেছেন,‘‘আম্বেদকর আমাদের এই সংবিধান উপহার দিয়েছেন। সেই কারণেই বিজেপি তাঁকে সামান্য সম্মানটুকু দেয় না। ওরা প্রথম থেকেই এই সংবিধানের বিরোধিতা করে দেশে ‘মনুস্মৃতি’ বাস্তবায়িত করার চেষ্টা করেছে।’’
দেশের অন্য প্রান্তে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জেলায় অমিত শাহের পদত্যাগের দাবিতে সোমবার বামপন্থী দলগুলি বিক্ষোভ দেখিয়েছে। আগরতলার মেলার মাঠ থেকে শকুন্তলা রোড পর্যন্ত মিছিল করে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, আরএসপি নেতা দীপক দে, ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ সরকার, সিপিআই নেতা মিলন দত্ত ও সিপিআই(এমএল) লিবারেশন নেতা পার্থ কর্মকার। 
এদিনের সমাবেশের সভাপতি হিসাবে নারায়ণ কর বলেছেন,‘‘সংবিধান ও তেরঙ্গা জাতীয় পতাকার জন্মলগ্ন থেকে তার বিরোধিতা করে এসেছে আরএসএস। তার বদলে তারা সারা দেশে মনুসংহিতা চালু করতে চায়। এই কথা যে অমিত শাহের মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, এমনটা মোটেই নয়। এটা পুরোটাই পরিকল্পিত।’’ আগরতলা বাদেও ত্রিপুরার উদয়পুর, বেলোনিয়া, ধর্মনগর সহ রাজ্যের অধিকাংশ জেলায় বামপন্থীরা বিক্ষোভ দেখিয়েছেন।
এছাড়াও রাজস্থানের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখিয়েছে সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম) লিবারেশন সহ বিভিন্ন সহযোগী দল। শিকর, ঝুনঝুনু, চুরু, হনুমানগড়, শ্রী গঙ্গানগর, ভরতপুর, উদয়পুর, দুঙ্গারপুর, দিদওয়ানা-কুচামান, বিকানের, আলওয়ার, যোধপুর, জালোর ও কোটা সহ রাজ্যের অধিকাংশ মহকুমায় পথ আটকে অবস্থান বিক্ষোভে অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়েছে। গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধের উপর বিজেপি’র আক্রমণের থেকে দেশকে রক্ষা করতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বাম নেতৃবৃন্দ। রাজ্যজুড়ে এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন কিষন পারিক, অমরা রাম, সুমিত্রা চোপড়া, দুলি চাঁদ, ফুল চাঁদ বব্বর, শেওপত রাম, প্রমুখ; সিপিআই নেতা নরেন্দ্র আচার্য, অবিনাশ ব্যাস, অবতার সিং রামগড়িয়া, কুণাল রাওয়াত; ও সিপিআই (এমএল) লিবারেশন নেতা শঙ্কর চৌধুরি, মঞ্জুলতা প্রমুখ।
তামিলনাডুর কাঞ্চিপুরম ও দিন্দিগুল জেলায় বামপন্থীদের বিক্ষোভ এদিন প্রতিবাদী মানুষের ভিড়ে উপচে পড়ে। দিন্দিগুলের বিক্ষোভে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের সাংসদ ও সিপিআই(এম) নেতা আর সচ্চিদানন্দম, সিপিআই(এম) জেলা সম্পাদক কে প্রভাকরণ, সিপিআই নেতা মণিকন্দন, সিপিআই (এমএল) লিবারেশন নেতা বি সুবুরামন ও ট্রেড ইউনিয়ন নেতা শরৎকুমার। 
অমিত শাহের পদত্যাগের দাবিতে হরিয়ানার রোহতক, পাঁচকুলা, যমুনানগর, জিন্দ, কৈথাল, পানিপত ও ভিবানী জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন বামপন্থী দল ও সংগঠন। এছাড়াও এদিনের বিক্ষোভে ফসলের ন্যায্য দাম ও ন্যূনতম সহায়ক মূল্যের প্রতি কৃষকদের আইনি অধিকারের দাবি করা হয়েছে। আম্বেদকরের সংবিধানের প্রতি বিজেপি আরএসএস’র বেলাগাম আক্রমণ, ‘এক দেশ এক ভোট’-র মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধ ধ্বংস করার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সিপিআই(এম) সহ বিভিন্ন বামপন্থী দল।  
তেলেঙ্গানার মাঞ্চিরয়াল, মুলুগু, সূর্যপেট, খাম্মাম, নগর কুর্নুল, নালগোন্ডা সহ বিভিন্ন জেলায় বামপন্থীরা বিক্ষোভ দেখিয়েছেন। অন্ধ্র প্রদেশের আনাকাপল্লির নেহরু চৌক সহ একাধিক জেলার বিভিন্ন জায়গায় অমিত শাহের পদত্যাগের দাবিতে কুশপুতুল দাহ, অবস্থান বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছেন বামপন্থীরা। পাশাপাশি বিহারের পাটনা শহরে; উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে; ওডিশার ভুবনেশ্বর, কটক, বহরমপুর, জয়পুর, পরালেখামুন্ডি জেলায়; মহারাষ্ট্রের অমরাবতী জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে বিভিন্ন কৃষক সংগঠন সহ বামপন্থী দলগুলি বিক্ষোভ দেখিয়েছে। উল্লেখযোগ্য ভাবে পাটনার বিক্ষোভে এদিন উপস্থিত ছিলেন মাঁঝি কেন্দ্রের সিপিআই(এম) বিধায়ক সত্যেন্দ্র যাদব। এদিকে ওডিশার কটক জেলার টাঙ্গি ব্লকে অমিত শাহের পদত্যাগের দাবির পাশাপাশি ২০০ জন কৃষকের ঋণ মকুবের দাবি করা হয়েছে। আম্বেদকরের অমিত শাহের কু-মন্তব্যের পাশাপাশি বিজেপি’র ‘এক দেশ এক ভোট’ নীতির বিরুদ্ধে সমান ভাবে বামপন্থীরা বিক্ষোভ দেখিয়েছেন।

Comments :0

Login to leave a comment