শনিবার দ্বিমুকুট জয়ের লক্ষ্যে নামব মোহনবাগান। ঘরের মাঠে এবার গতবারের পুনরাবৃত্তি চাইছেনা সমর্থকরা। বরং ২০২১ এ মুম্বই শিল্ড ও কাপ দুটোই জিতেছিল। সেই রেকর্ড স্পর্শ করাই মূল লক্ষ্য গোটা দলের। ম্যাচে বেঙ্গালুরু ও মোহনবাগান ছাড়াও আরো একটি বিশেষ লড়াই দেখা যাবে। গুরপ্রিত বনাম বিশালের প্রতিদ্বন্দ্বিতা। ২০১৩ থেকে বেঙ্গালুরু এফসি গঠনের পর পরই এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ২০১৫ তে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করেই আইলিগ জিতেছিল মোহনবাগান। ২০১৭ তে মোহনবাগানকে হারিয়ে সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু। ২০২৩ এ বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তাই এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার পারদ চড়বে ক্রমান্বয়ে। দুই দলের চোট আঘাত সমস্যা নেই। সবাই শুরু করবেন প্রথম থেকেই। এখনও অব্দি এই দুই সেরা দল 27বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৩বার জিতেছে মোহনবাগান এবং ৬বার বেঙ্গালুরু।
Indian Super League
ধুন্ধুমার ফাইনালে দ্বিমুকুট জয়ের লক্ষ্যে মোহনবাগান

×
Comments :0