World

ইতিহাস গড়ল মেক্সিকো!

আন্তর্জাতিক

মঙ্গলবার মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বামপন্থী ক্লডিয়া শিনবাউম পারডো। ২০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা রাষ্ট্রপতি পেল মেক্সিকো।  পদার্থবিজ্ঞানী ক্লডিয়া শিনবাউম পারডো ২ জুন বিপুল জয়ের পর মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, কম্পিউটার ইঞ্জিনিয়ার শোচিল গালভেজ রুজের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন।

শিনবাউম পারডো, ৬১, ২৪ জুন ১৯৬২ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা-মা দুজনেই বিজ্ঞানী ছিলেন। তার মা, অ্যানি পারডো সেমো, একজন বায়োকেমিস্ট এবং তার বাবা কার্লোস শিনবাউম ইয়োসেলেভিটজ একজন রাসায়নিক ইঞ্জিনিয়ার।

Comments :0

Login to leave a comment