উইম্বলডন জয়ী স্প্যানিশ তারকা আলকারেজ জিতলেন মন্টে কার্লো খেতাব। রবিবার ফ্রান্সের ক্যাপ মার্টিনে স্প্যানিশ এই টেনিস তারকা হারালেন ইতালিয়ান লরেঞ্জ মুসেট্টিকে। ৩-৬ , ৬-১ , ৬-০ ব্যাবধানে জিতলেন আলকারেজ। এই নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। নিজের ষষ্ঠতম মাস্টার্সের খেতাব জিতলেন এই স্প্যানিয়ার্ড।
Monte Carlo Masters
মন্টে কার্লো খেতাব জয় আলকারেজের

×
Comments :0