SC Governor Polit Bureau

সুপ্রিম কোর্টের রায় শক্তিশালী করবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণাকে: পলিট ব্যুরো

জাতীয়

সুপ্রিম কোর্টের রায় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা শক্তিশালী করতে সাহায্য করবে। স্বৈরাচার এবং রাজ্য সরকারের অধিকার রক্ষার লড়াইকেও শক্তি দেবে এই রায়। কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইকেও শক্তিশালী করবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
এদিন সুপ্রিম কোর্ট তামিলনাডু বিধানসভায় পাশ ১০টি বিলকে আইন হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার নিযুক্ত রাজ্যপাল বিধানসভার মতকে অগ্রাহ্য করে অনির্দিষ্টকালের জন্য আটকে রেখেছিলেন এই বিল। রাজ্যপালের এই ভূমিকাকে বেআইনি এবং একতরফা আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। 
পলিট ব্যুরো বলেছে, কেরালার রাজ্য সরকারকেও একই বাধার মুখে পড়তে হচ্ছে। অন্য একাধিক রাজ্যকেও এই সমস্যায় পড়তে হচ্ছে। রাজ্য বিধানসভায় পাশ বিল আটকে রাখছেন রাজ্যপালরা। এই রাজ্যগুলির লড়াইয়ে সহায়ক হবে এদিন সুপ্রিম কোর্টের রায়।

Comments :0

Login to leave a comment