গণবিক্ষোভ দমনে মৃত্যুর তথ্য দিল পেরু সরকার। দেশের জন প্রশাসন বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে নিহতের মোট সংখ্যা ৪২। তার মধ্যে ১ পুলিশ, বাকিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো প্রতিবাদী। পেরুর জেলে বন্দি রয়েছেন ৩২৯ বিক্ষোভকারী।
ডিসেম্বরের গোড়ায় পদ থেকে সরিয়ে গ্রেপ্তার করা হয় জনপ্রিয় রাষ্ট্রপতি পেড্রো ক্যাস্টিলো। রাষ্ট্রপতি পদে আসীন হন উপরাষ্ট্রপতি দিনা বোলুয়ার্তে। কিন্তু দিনার নেতৃত্বে প্রশাসনের আচরণ পালটে যায়।
ক্যাস্টিলোর মুক্তির দাবিতে গ্রেপ্তারির পরের দিন থেকে রাস্তায় নামে মিছিল। রাজধানী লিমাতেও আছড়ে পড়ে প্রতিবাদের স্রোত। বিক্ষোভ দমনে মারাত্মক নিপীড়নের অভিযোগ ওঠে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে।
সংবাদসংস্থা ‘প্রেনসা লাতিনা’ জানাচ্ছে, সরকারি তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ৫৩১। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ৪১টি আলাদা তদন্ত চলছে।
পেরুর জাতীয় আইনসভার বাম মনোভাব সম্পন্ন সদস্য অ্যালেক্স ফ্লোরেন্স সরকারি দমনপীড়নের কড়া নিন্দা করেছেন। তিনি বলেছেন, নির্বাচিত রাষ্ট্রপতিকে দুর্নীতির অভিযোগ দিয়ে সরানো হয়েছে। মানুষ রাস্তায় নেমেছেন। প্রতিবাদীদের অপরাধী করে দেখানো হচ্ছে।
Comments :0