মুর্শিদাবাদ জেলায় ১৭টি স্কুলে ৪৮৪১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে দু’বার। এ নিয়ে অস্বস্তির মধ্যেই টাকা ফেরাতে ব্যাঙ্কগুলিকে চিঠি পাঠিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। পাশাপাশি স্কুলগুলিতেও নির্দেশিকা পাঠিয়েছেন তিনি।
এই স্কুলগুলির মধ্যে রয়েছে নওদার আমতলা অন্নদামণি উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষিকা বলেছেন যে অনেকের অ্যাকাউন্টে দু’বার টাকা ঢোকার খবর পেয়েছেন। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে ব্যাঙ্ক থেকে।
স্কুলের ছাত্রীদের দাবি টাকা দু’বার ঢুকেছে। ১০ হাজারের জায়গায় ২০ হাজার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে।
আবার সালারের টেঁয়া শান্তিসুধা দাস বিদ্যামন্দিরের ছবি ঠিক উলটো। ১৫ ছাত্রছাত্রীর ট্যাব বাবদ টাকা অ্যাকাউন্টেই ঢোকেনি। কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্তও।
রাজ্যজুড়েই একের পর এক জেলায় ট্যাবের টাকা বিলির ক্ষেত্রে বেনিয়ম বেরিয়ে পড়ছে। দুর্নীতির তালিকায় যুক্ত হয়েছে এই ‘ট্যাব কেলেঙ্কারি’। কেলেঙ্কারিতে জড়িয়েছে শিলিগুড়ির স্কুল। উত্তর দিনাজপুরে তিন’জনকে গ্রেপ্তার হয়েছে।
TAB MURSHIDABAD
ট্যাব: মুর্শিদাবাদে ৪৮৪১ পড়ুয়ার অ্যাকাউন্টে দু’বার ঢুকেছে টাকা
×
Comments :0