North Bengal Landslide

ফের ধস পাহাড়ে

রাজ্য

পাহাড়ে টানা বৃষ্টির কারণে শনিবার সকাল থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে শিলিগুড়ি-কালিম্পং, শিলিগুড়ি-সিকিমের মধ্যে। ধসের কারণে লিকুভির থেকে ২৭ মাইল পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাংলা সিকিম লাইফ লাইন ১০নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ের গা বেয়ে মাটি পাথর গড়িয়ে পড়ে জাতীয় সড়কের ওপর। শিলিগুড়ি থেকে কালিম্পঙ ও সিকিমের মধ্যে সংযোগ রক্ষাকারী জাতীয় সড়ক ধসের কারণে বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। বহু গাড়ি আটকে পড়ে জাতীয় সড়কের দুই পাশে। তবে পূর্ত দপ্তরের পক্ষ থেকে দ্রুত জাতীয় সড়কে ধস পরিষ্কারের কাজে হাত লাগানো হয়। প্রথম দিকে ধস পরিষ্কারের কাজে অসুবিধা হলেও পরে দ্রুততার সাথে ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়ে একমুখী যান চলাচল শুরু হয়। এরপরেই লিকুভির ও ২৭ মাইল এলাকায় ওয়ানওয়ে যান চলছে। এছাড়াও শনিবার ভোরে সেবকের করোনেশন সেতু সংলগ্ন এলাকা সহ পাহাড়ের একাধিক এলাকায় ছোট বড় ধস নামার খবর মিলেছে। লিকুভিরে যেসব জায়গায় ধস নামে, সেখানে ধস সরিয়ে রাস্তা ঠিক করার কাজ শুরু করে প্রশাসন। তবে লাগাতার বৃষ্টির কারণে সেই কাজে ব্যাঘাত ঘটে ৷ গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি সিকিমেও ফের নতুন করে ধসের ঘটনা ঘটেছে।
 

Comments :0

Login to leave a comment