আজ ১৩এপ্রিল । ১৯৭৮ সালের আজকের দিনেই জন্মেছিলেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার কার্লেস পুয়োল । বার্সিলোনার এই প্রাক্তনী ১৯৯৫ থেকে বার্সার যুব একাডেমি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন। এরপর ১৯৯৯ থেকে সিনিয়র দলে সুযোগ পান। বাকিটা ইতিহাস। ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে প্রায় ছবি ট্রফিই জেতা হয়ে গেছে তার । বার্সিলোনার ৬বার লা লিগা , ২বার কোপা দেল রে, ৪বার স্প্যানিশ সুপার কাপ , ৩বার চ্যাম্পিয়ন্স লিগ , একবার উয়েফা সুপার কাপ ও ২বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন পুয়োল। এছাড়াও স্পেনের জার্সিতে ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ ও ২০০৮ সালে জিতেছেন উয়েফা ইউরো। ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে মোট ৬বার উয়েফা টিম অফ দ্যা ইয়ারে জায়গা পেয়েছেন । পেপ গার্দিওলার সোনার সেই দলের অন্যতম সেরা সদস্য ছিলেন পুয়োল। পিকের সঙ্গে জুটি বেঁধে বহু ম্যাচে বাঁচিয়েছেন নিজের গোলদুর্গ। বর্তমানে ৪৭ বছরের এই স্প্যানিশ তারকা ২০১৪ সালে অবসর নেন।
Comments :0