আজ ২এপ্রিল। ২০১১ সালের আজকের দিনেই বিশ্বকাপ ক্ৰিকেটের ট্রফিতে লেগেছিল তেরঙ্গার রং। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত। নিজের শেষ বিশ্বকাপটি স্মরণীয় করেছিলেন শচীন। ওয়াংখেড়ের ফাইনালে এইদিন প্রথমে ব্যাট করে শ্রীলংকা ২৭৪রান করেছিল। ৮৮বলে ১০৩রান করেছিলেন সনৎ জয়সূর্য। সাঙ্গাকারা করেন ৪৮রান। যুবরাজ ও জাহির ২টি করে উইকেট নেন । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শচীন ও শেহবাগ আউট হয়ে যাওয়ার পর একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গম্ভীর। ১২২ বলে ৯৭রানের তার সেই ইনিংসই ভারতের রান তাড়া করার পথকে আরো সুগম করে দেয়। ৩৫রান করে তাকে যোগ্য সহায়তা করেছিলেন তৎকালীন দিল্লির আরএক নবপ্রতিভা বিরাট কোহলি। অধিনায়ক ধোনির ৯১ এবং যুবরাজের ২১ রানের ইনিংসই ফিনিশিং টাচ দিয়েছিল ভারতের জয়ের ক্ষেত্রে। ১৯৮৩এর প্রায় ২৪বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। নিজের জীবনের অধরা এই বিশ্বকাপ শচীন জিতেছিলেন নিজের শেষ বিশ্বকাপ প্রতিযোগিতায়।
Comments :0