POETRY | AVIK CHATTERJEE | ADVERTISEMENT | MUKTADHARA | 2025 MARCH 27

কবিতা | অভীক চ্যাটার্জী | বিজ্ঞাপন | মুক্তধারা | ২০২৫ মার্চ ২৭

সাহিত্যের পাতা

POETRY  AVIK CHATTERJEE  ADVERTISEMENT  MUKTADHARA  2025 MARCH 27

কবিতা | মুক্তধারা

বিজ্ঞাপন 
অভীক চ্যাটার্জী 


আলু পটলের দাম জানা যায়
দাম জানা যায় শরমের 
আমার তো নেই ঢাল তরোয়াল;
দাম কি দেবে কলমের?

চাকরি বাকরি বিক্রি আছে,
পিসিমা চৈত্র সেল,
দর উঠবে গোঁফজোড়ার ও 
যদি বা মাখাও তেল।

বিক্রি আছে চাঁদের আলো,
বিক্রি আছে সন্ধ্যাতারা
বিক্রি হলো স্বপ্ন হাজার,
খুঁজে দেখ ভাই কিনল করা?

বিক্রি আছে নিউজপেপার 
নিলামে শিরোনাম -
তোমার খবর তেমন হবে;
যেমন দেবে দাম।

বিক্রি আছে রাজার কাপড়,
যদিওবা না যায় দেখা
কিনবে বলো চোখটা শিশুর ?
এক্কেবারে একলা একা

আমিও এবার দোকান দিয়েছি 
এক পায়েতেই খাঁড়া 
ভালরকম দাম পেলে ভাই 
বেচব- শিরদাঁড়া...

Comments :0

Login to leave a comment