কবিতা | মুক্তধারা
সূর্য সেন
নির্মলেন্দু শাখারু
সূর্য যেন সূর্য সেন--
সূর্য-শপথ নিয়েছিলে,
চট্টগ্রামের অস্ত্র লুণ্ঠন--
দল বেঁধে সব করেছিলে।
দলনেতা ছিলে দলের--
তোমার মন্ত্রে দীক্ষিত সব,
লাল মুখোদের ভাঙবে মুড়ো--
ধ্বনিত হয় সেই কলরব!
তোমার কথা কাব্যে গাঁথা--
যায় না ভোলা আছে মনে,
কিংবা কথা রূপকথা আজ
ছোট্টোরা সেই গল্প শোনে!
Comments :0