কবিতা | মুক্তধারা
বিপ্লবী মাস্টারদা স্মরণে
পরিমল ঘোষ
ব্রিটিশ-শাসিত ভারতবাসীর বুকে
দীর্ঘদিন ধরে চেপে বসেছিল পরাধীনতার দুঃখ, গ্লানি ও বঞ্চনা।
স্বদেশভূমির লাঞ্ছনা ও বিপন্নতা দেখে
তরুণ মাস্টারদার মনে ঘটে গেল
অভূতপূর্ব এক জাগরণ ।
চট্টগ্রাম জুড়ে তরুণদের নিয়ে
তিনি গড়ে তুললেন এক বিপ্লবী দল।
ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠন ক'রে
এবং অবরোধ সৃষ্টি ক' রে
চট্টগ্রামকে দিয়েছিলেন
প্রথম স্বাধীনতার স্বাদ।
স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে
মাস্টারদার অগ্রণী ভূমিকা
স্মরণীয় হয়ে থাকবে চিরকাল
এবং মানুষকে তা উদ্দীপিত ক'রে যাবে
আগামী দিনের জন্যে ।
এমন বিপ্লবীর জন্মদিনে তাই
তাঁর প্রতি জানাই------
অশেষ শ্রদ্ধা ও প্রণাম।
Comments :0