Nayan Dutta Jalpaiguri

বাধা কটিয়ে মাধ্যমিকে সফল নয়নের পাশে প্রতিবন্ধী সম্মিলনী

জেলা

জলপাইগুড়িতে নয়ন দত্তের কাছে প্রতিবন্ধী সম্মিলনীর নেতৃবৃন্দ।

শারীরিক উচ্চতা মাত্র দুই ফুট। হাঁটাচলা করতে পারে না। মাধ্যমিক তবু পেয়েছে ৫৫৩। বিশেষভাবে সক্ষম এই ছাত্র নয়ন দত্তের পাশে দাঁড়ালো রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। 
নয়নের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ। উচ্চশিক্ষায় যাতে তার কোন অসুবিধা না হয় তার জন্য সহায়তার আশ্বাসও দিয়েছেন। 
কঠিন বাধা জয় করার পরও নয়নের পাশে দাঁড়াতে এগিয়ে আসেনি প্রশাসনের কেউ। 
প্রতিবন্ধী সম্মিলনীর জলপাইগুড়ি জেলা সম্পাদক রনজিৎ কুমার রায়, জেলা সভাপতি জয়দীপ চক্রবর্তী, জেলা নেতা সুব্রত ভৌমিক গিয়েছিলেন তাঁর বাড়ি। 
জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্নাজ হ্যাপি হোম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র
নয়ন দত্ত। নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন।  বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে রেজাল্ট নিতে গিয়েছিল। অভিযোগ, প্রতিবন্ধকতার কাটিয়ে ভালো রেজাল্ট করার পরও নিজের স্কুল বাদে অন্য কোনও স্কুল বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ছাত্র নয়নকে তার পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ করে দিচ্ছে না। নিজের স্কুলেই উচ্চমাধ্যমিকের জন্য ভর্তি হচ্ছে সে।
নয়ন দরিদ্র কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলেছে, ‘‘পড়াশোনা করেই এই সাফল্য। আমি কালেক্টর হতে চাই।’’

Comments :0

Login to leave a comment