জোকা ইএসআই হাসপাতালে বস্তা ভর্তি মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা যাচ্ছে সকাল বেলা ক্যান্টিন কর্মীরা ওই বস্তা দেখতে পায়। তাঁদের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ।
জোকা ইএসআই হাসপাতালের বয়েজ হোস্টেলের জিম ও ক্যান্টিনের মাঝের অংশে ফাঁকা জমিতে একটি কমলা বস্তা পরে থাকতে দেখা যায়। বস্তায় কীসের মাংস তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সন্দেহ করা হচ্ছে কোনও পশুর মাংসের টুকরো থাকতে পারে। ইতি মধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করছে ঠাকুরপুকুর থানার পুলিশ।
জোকা ইএসআই জুনিয়ার ডাক্তার তথাগত দাস বলেন, "আমাদের ক্যাম্পাসে কোনও নিরাপাত্তা নেই। সেন্ট্রাল সিকিউরিটি থাকা সত্ত্বেও এই রকম ঘটনা ঘটছে যা চিন্তার বিষয়।"
Joka ESI Hospital
জোকা ইএসআই হাসপাতলে উদ্ধার বস্তা ভর্তি মাংসের টুকরো

×
Comments :0