‘ছাত্র ফেরাও স্কুল বাঁচাও’। ‘ছাত্র ভোট ফেরাও কলেজ বিশ্ববিদ্যালয় বাঁচাও।’
এই দুই স্লোগানকে সামনে রেখে ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই। ওই দিন বেলা ১২টায় হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে দু’টি মিছিল সেন্ট্রাল অ্যাভেনিউ ধর্মতলা হয়ে বিধানসভার দিকে যাবে মিছিল।
বুধবার সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘২০১১ সালের পর থেকে ১৪ হাজারের বেশি স্কুল বন্ধ করে দেওয়ার কথা বলেছে এই সরকার। স্কুল গুলি বন্ধ না হলে ২৫ লক্ষ ছাত্র ছাত্রী লেখা পড়ার সুযোগ পেত। ২০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা যেত।’’
তিনি আরও বলেন, ‘‘ছয় বছর ছাত্র সংসদ নির্বাচন না করে ক্যাম্পাসের ভিতরে পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।" এস এফ আই নেতৃত্বের কথায়, তারা স্বচ্ছ ছাত্র ভোট চাইছে। যেই ছাত্র ভোটে আরাবুল ইসলামরা কোন দাপাদাপি করবে না।’’
১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে কেন এই কর্মসূচি তার ব্যাখ্যাও দিয়েছে ছাত্র নেতৃত্ব। সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘সরকার বিধানসভার অধিবেশনের সময় কমিয়ে এনেছে। তাই কিছুটা বাধ্য হয়ে ওই দিন আমরা এই কর্মসূচি রেখেছি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘ছাত্র ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার দিকটাও আমরা দেখবো।’’
নয়া শিক্ষা নীতিতে স্কুল কমপ্লেক্স করার কথা বলেছে মোদী সরকার। সৃজন ভট্টাচার্যের কথায়, ‘‘কেন্দ্রীয় সরকারের সেই প্রেসক্রিপশন মেনেই রাজ্য সরকার চলছে। গ্রামের স্কুল তুলে দিয়ে সদরে স্কুল কমপ্লেক্স করতে চাইছে। এর ফলে প্রান্তিক এলাকার ছাত্র ছাত্রীদের কথা সরকার ভাবছে না।’’
আনিস খানের দোষীদের এক বছর বাদেও কেন গ্রেফতার করা হলো না, সেই দাবিও এই বিধানসভা অভিযানে তোলা হবে বলে ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে।
ওই দিন বিধানসভার অধ্যক্ষ এবং শিক্ষা মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে আলোচনার অনুরোধ জানিয়ে।
Comments :0