SFI

সরকারি স্কুল-কলেজে ভর্তি এখনই চালুর দাবি এসএফআই’র, সমাবেশ ১৬ জুন

রাজ্য কলকাতা

উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। অথচ শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত রায়ের কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছে ভর্তি। এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ জানিয়েছে এসএফআই। ১৬ জুন কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশও করবে সংগঠন। 
সরকারি কলেজের পাশাপাশি ৩৯টি সরকারি স্কুলেও উচ্চমাধ্যমিক স্তরে ভর্তি আটকে রয়েছে। মাধ্যমিকের ফল বেরনোর প্রায় বাইশ দিন পরও শুরু হয়নি একাদশে ভর্তি। কলকাতা হাইকোর্টের রায়কে কারণ হিসেবে দেখাচ্ছে প্রশাসন।
প্রয়োগে গুরুতর ত্রুটি চিহ্নিত হওয়ায় ২০০৯’র পর থেকে অন্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি শংসাপত্র যা দেওয়া হয়েছে তাকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।
শনিবার কলকাতায় দীনেশ মজুমদার ভবনে ছাত্র ভর্তি আটকে থাকায় তীব্র ক্ষোভ জানান এসএফআই। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, ‘‘অবিলম্বে হাই স্কুল ও কলেজে ভর্তি চালু করতে হবে। ৩৯ টি সরকারি স্কুল ও প্রায় ৪৫০ টি কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে। ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতাকে কাজে লাগিয়ে বেসরকারি কলেজগুলি তাঁদের ব্যবসা জাকিয়ে করছে।’’ 
দেবাঞ্জনের বক্তব্য, ‘‘এই শংসাপত্রের ভিত্তিতে ভর্তি এখন শুরু করা হোক। পরবর্তীতে আদালতের রায় যা হবে তাকে প্রয়োগ করে সংরক্ষণের সুযোগ নিশ্চিত করে যাতে সেই পর্বে ভর্তি নেওয়া যায় তার ব্যবস্থা রাখতে হবে।’’
তিনি বলেন, ‘‘সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে আদালতে থাকা মামলাকে হাতিয়ার করছে। ছাত্রদের শিক্ষার অধিকার, নিরাপত্তার অধিকার সুনিশ্চিত করতে ছাত্র সমাবেশ করবে এসএফআই।’’ 
এসএফআই বক্তব্য, সরকারি কলেজ ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রায় ৪৫০টি কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ। কিন্তু এই ভর্তি বন্ধ রয়েছে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। বেসরকারি কলেজ গুলি ভর্তি নিচ্ছে। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে।"
এসএফআই বলেছে, প্রায় ৪ লক্ষ ৩০ হাজার পরীক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। 
এদিন, কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল নিয়ে একাধিক অভিযোগও তুলেছে এসএফআই। দেবাঞ্জন বলেন, ‘‘গত বছর দেখা গেছে পোর্টাল চালু হওয়ার পর ৫ থেকে ৭ দিন কাজ হয়নি। যাতে এই সমস্যা আর না হয় আগে থেকে সেই মোতাবেক প্রযুক্তিগত বন্দোবস্ত রাখতে হবে।’’
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দীর্ঘ দিন ধরে ছাত্রছাত্রীরা পাচ্ছেন না। এর ফলে অনেক প্রান্তিক অংশের ছাত্রছাত্রীদের পড়াশোনা সমস্যা দেখা যাচ্ছে। সেমিস্টারের ফি দিতে পারছেন না অনেকে। যার ফলে ড্রপ আউট বাড়বে। এসএফআই দাবি করছে যে অবিলম্বে সমস্ত স্কলারশিপের টাকা দিতে হবে। ১৬ জুন কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশে উঠবে স্কলারশিপের টাকা দেওয়ার দাবিও। 
এসএফআই জানিয়েছে যে শিক্ষার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকারের স্লোগানকে সামনে রেখে হবে এই সমাবেশ।

Comments :0

Login to leave a comment