সন্দেশখালি আছে সন্দেশখালিতেই।ইডি, সংবাদমাধ্যমের পর এবার সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ কনস্টেবল। সোমবার রাতের ঘটনা। সন্দেশখালি থানার শিতুলিয়া পুলিশ ক্যাম্পে দুষ্কৃতীদের একটি দল আচমকা ঢুকে পড়ে ও এক পুলিশ কনস্টেবলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যালের অনুগামী হামলাকারী দুষ্কৃতীরা।আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত কনস্টেবল কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত কনস্টেবল সন্দীপ সাহা। শিমুলিয়ায় মাল্টিপারপাস সাইক্লোন সেন্টারে অস্হায়ী পুলিশ ক্যাম্পে বিশ্রামরত অবস্হায় আক্রান্ত হন বলে সূত্রের খবর। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আটক করা হয়েছে সিদ্ধার্থ মন্ডল, দিব্যেন্দু দাস এবং সিন্টু মন্ডল নামে তিনজনকে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।গত ৫জানুয়ারী সন্দেশখালিতে গিয়ে রক্তাক্ত ও আক্রান্ত হয় ইডির তিন আধিকারীক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সন্দেশখালির ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহান ইডির হেফাজতে। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক এবং এবারের লোকসভা নির্বাচনে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী নিরাপদ সর্দার আগেই অভিযোগ জানিয়েছিলেন সন্দেশখালির ৯টি দ্বীপাঞ্চলে এমন অসংখ্য শেখ শাহজাহান তৈরি হয়ে আছে।সম্প্রতি বেড়মজুর -১গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ শাহজাহান ওরফে ছোট শাহজাহানের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছেন সিপিআই(এম)'র কর্মীদের উপর সশস্ত্র হামলার বিরুদ্ধে। থানায় অভিযোগ জানানোর পরেও গ্রেফতার হয় নি অভিযুক্ত উপপ্রধান। এবার পুলিশ কর্মী আক্রান্ত হলেন।
sandeshkhali
ফের উত্তপ্ত সন্দেশখালি, এবার হামলা পুলিশের ওপর
×
Comments :0