উৎসব রঙের। উৎসব বসন্তের। এই বসন্ত প্রতিরোধেরও।
ফের রাস্তার নেবেন সরকারি কর্মচারী, শিক্ষকরা। বিধানসভা অভিযানে হও তৈয়ার হাঁক দিচ্ছেন ছাত্ররা। কৃষকরা নামছেন ফসলের দাম আদায়ে।
৯ ফেব্রুয়ারি কলকাতা সংহতি জানাবে ত্রিপুরার লড়াইকে। উন্মত্ত তাণ্ডবের প্রতিবাদ হবে সোচ্চারে।
বকেয়া ডি এর দাবিতে লাগাতার শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। তাঁরা পিছু হটেননি।
সরকারের চোখে চোখ রেখে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা। আগামী ১০ মার্চ কর্মবিরতি নয়, সরাসরি ধর্মঘটের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা।
সেই দিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষাকর্মীরাও শামিল হচ্ছেন লড়াইয়ে।
ওই একই দিনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, রাজ্যের মানচিত্র থেকে আট হাজার স্কুল তুলে দেওয়ার প্রতিবাদে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই।
কলকাতা এবং গোটা রাজ্যজুড়ে বিধানসভা অভিযানকে কেন্দ্র করে বসন্তের আমেজকে সঙ্গে নিয়ে পথে নেমেছেন ছাত্র যুবরা।
বসন্তই বারবার লড়াইয়ের ব্যঞ্জনা হয়ে উঠেছে। বসন্তে জীর্ণ পুরনো পাতা যেরকম ঝরে গিয়ে নতুন পাতা গজায় গাছের ডালে ডালে, এই বছরের পশ্চিমবঙ্গ রাজনৈতিক ভাবে সেই একটি বার্তা পেতে চলেছে।
সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফলাফল তার একটি নমুনা। বিজেপি তৃণমূল দুই শক্তিকে পরাস্ত করে জয়ী হয়েছে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী।। এইবারের বসন্ত লড়াইয়ের বসন্ত।
Comments :0