Dhanadhanya Accident

ধনধান্যে তোরণ ভেঙে আহত ২

কলকাতা

আসার কথা মুখ্যমন্ত্রীর। বুধবার ‘উত্তম কুমার স্মরণে অনুষ্ঠান’ রয়েছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। তার আগেই তোরণ ভেঙে পড়ে আহত হলেন অন্তত দু’জন। আহতদের ভর্তি করা হয়েছে এসএসকেএম’র ট্রমা সেন্টারে। 
দুর্ঘটনার জেরে খুলে ফেলা হয় অনুষ্ঠান স্থলের অন্য হোর্ডিং।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন