Sitaram Yechury Condolence

সংগ্রামের জন্য ব্যাপক ঐক্য গড়ার আহ্বান মিশ্রের

রাজ্য

কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণসভায় সূর্য মিশ্র।

ব্যাপক অংশকে একজোট করে সংগ্রাম গড়ে তুলে শ্রদ্ধা জানাতে হবে কমরেড সীতারাম ইয়েচুরিকে। বৃহস্পতিবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণসভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র।
মিশ্র বলেন, সীতারাম প্রকৃত অর্থে আন্তর্জাতিকতাবাদী ছিলেন। 
আমরা এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটি আমাদের কাছে চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কতজনকে সঙ্গে নিতে পারলাম, কী ভাবে লড়তে পারলাম তা গুরুত্বপূর্ণ। ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে। তবেই কমরেড সীতারাম ইয়েচুরিকে প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে।
তিনি বলেন, আমরা প্রয়াত নেতাদের স্মরণ করি অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে। 
মিশ্র বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমায় ফোন করেছিলেন কমরেড সীতারাম। তিনি শারীরিক সমস্যা আমায় জানিয়েছিলেন। আমি বলি দ্রুত এইমস-এ ভর্তি হয়ে যেতে। ডাক্তারদের কথা অমান্য না করতে। পরিস্থিতি তাঁর কিছুটা ভালো হয় এইমস-এ। এরপর আবার অবনতি হয়। 
অসাধারণ ব্যক্তিত্ব, সব বিষয়ে আলোচনাতেই তাঁর আগ্রহ ছিল সমালোচনা গ্রহণ করতে পারতেন। ১৯৯২ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ভেঙে যায়। তার পর থেকে বিশ্বজুড়ে নয়া ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। সে সময় পার্টির মতাদর্শগত কৌশলগত লাইন তৈরিতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
তিনি বলেন, কত বেশি মানুষকে একসঙ্গে লড়াইয়ে শামিল করা যাবে তার ওপর গুরুত্ব দিতেন কমরেড সীতারাম ইয়েচুরি। 

Comments :0

Login to leave a comment