সমবায় সমিতির ১৬ লক্ষ টাকা চুরির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের সেই নেতাকে সভাপতি করে পুজোয় যোগ দিতে তীব্র আপত্তি গ্রামবাসীদের। আলাদা পুজো করতে নেমেছেন তাঁরা। তৃণমূলের এই মাতব্বর জয়দেব পালের বাহিনী এবার বাসিন্দাদের নিজেদের তৈরি প্যান্ডেল ভাঙল সবংয়ের গ্রামে। প্রতিবাদীদের নামেই দায়ের করা হয়েছে মিথ্যা মামলা।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামে এই জুলুমে ছড়িয়েছে ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পালের নেতৃত্বে গ্রামের পুজা প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। বাঁশ ফেলে দেওয়া হয়েছে নদীর জলে।
গ্রামবাসীরা বলেছেন, সমবায়ের সম্পাদক হয়ে ১৬ লক্ষ টাকা চুরি করে গা ঢাকা দেয় জয়দেব পাল। গ্রামে ফিরে এসে হয়ে যায় পুজো কমিটির স্বঘোষিত সভাপতি। ক্ষোভে গ্রামবাসীরা চাঁদা তুলে আলাদা পুজো করার জন্য প্যান্ডেল বানান। সেই প্যান্ডেল ভেঙে দেয় সশস্ত্র বাহিনী। নি
এখানেই শেষ নয়। প্রতিবাদীদের ১৯টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। লুঠ চলেছে। মারধর করা হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে ৫ মহিলা সহ ১১ আক্রান্তের নামে।১১ জনকে ঘরছাড়া করা হয়েছে।
তৃণমূল বাহিনীর এই অত্যাচারে ক্ষোভ তীব্র এলাকায়।
SOBONG FESTIVAL TMC
প্রতিবাদীদের পুজোর প্যান্ডেল ভাঙল তৃণমূল, চলল হামলাও
×
Comments :0