আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের পর তওহর রানাকে দেশে ফিরিয়ে আনতে আর কোনও বাধা থাকবে না। এমনই মনে করছেন আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরা।
মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার অন্যতম প্রধান মাথা তওহর হুসেন রানা। ভারত আন্তর্জাতিক স্তরে এই অভিযোগ জানিয়ে এসেছে দীর্ঘদিন। ২০০৮’র ২৬ নভেম্বর মুম্বাই হামলায় নিহত হন ১৬৬ জন। ভারতে ফেরত পাঠানোর বিরোধিতা করে নভেম্বরে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন রানা। সেই রিট আবেদন খারিজ হয়েছে ২১ জানুয়ারি।
তওহর রানা এবং ডেভিড হেডলিকে আমেরিকার এফবিআই গ্রেপ্তার করেছিল ২০০৯-এ। ভারতের পাঠানো তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল হেডলি এবং পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানাকে। তারপর থেকে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলে সেদেশেই।
ভারত বন্দিকে হাতে পাওয়ার কূটনৈতিক আবেদন জানিয়েছিল ২০১৯ সালে। কারণ তখনই আমেরিকায় বিচারপর্ব শেষ হয়। সুপ্রিম কোর্টে রানার আইনজীবী যুক্তি দেন যে শিকাগোর আদালত ভারতে ফেরত পাঠানোর বিপক্ষে রায় দিয়েছে। এই মামলায় ফের বিচার আর হতে পারে না।
নভেম্বরের ১৩ তারিখ সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয় রানার তরফে। তার বিরোধিতা করেন সেই সময়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন প্রশাসনের সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলেগার। তিনি সওয়ালে বলেন, নিম্ন আদালত যে যে বিষয় বিবেচনা করে ভারতে পাঠানোর বিপক্ষে রায় দিয়েছে তার বাইরেও বিবেচ্য বিষয় রয়েছে। ভারত যে যে কারণে রানাকে হাতে পেতে চাইছে তার সব দিক নিম্ন আদালত বিচার করেনি। ২০ জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে তার পরদিন সুপ্রিম কোর্ট তওহর রানার আবেদন খারিজ করে দেয়।
ভারতের অভিযোগে বলা হয়েছে যে পাকিস্তানের মাটিতে মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা মুম্বাইয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল। তার মদ্যে কেবল একজন, আজমল কাসভকে জীবিত অবস্থায় ধরা হয়। কাসভের ফাঁসিও হয়। তবে কাসভের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০১২-তে ভারতীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়ে আরেক অভিযুকত সৈয়দ জাবিউদ্দিন আনসারি। এই আনসারি বন্দি মুম্বাইয়ের জেলে।
বিশেষজ্ঞ মহলের বক্তব্য, তওহর রানাকে হাতে পেতে ভারতের আইনি বাধা আর নেই। কারণ আমেরিকায় বিচারব্যবস্থার সর্বোচ্চ স্তর থেকে রানার আবেদন খারিজ করা হয়েছে। এরপর কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে।
Tahawwur Rana's Extradition
রানার আবেদন খারিজ আমেরিকার সুপ্রিম কোর্টে, মুম্বাই হামলার মাথাকে কবে পাবে ভারত?
×
Comments :0