INDIA BLOC

বিহারে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, জানালেন তেজস্বী

জাতীয়

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব মঙ্গলবার বিরোধী ইন্ডিয়া ব্লকের একটি বৈঠকে যোগ দিয়ে জানিয়েছেন যে বিহারে লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে ঐক্যমতে পৌঁছানো গেছে।
আরজেডি নেতা আরও জানান যে শীঘ্রই পাটনায় এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকের দিল্লির বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মোহন প্রকাশ।
বৈঠকের পর তেজস্বী বলেন, তাঁর দল, কংগ্রেস এবং বামেরা বিহারে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বে, ইন্ডিয়া ব্লকের শরিকরা আসন সমঝোতার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছে এবং সমস্ত শরিক দল একটি সম্মানজনক বোঝাপড়ায় পৌঁছেছে।

Comments :0

Login to leave a comment