SITARAM YECHURY

জ্যোতি বসু সেন্টারে ইয়েচুরি

রাজ্য

SITARAM YECHURY

কমরেড জ্যোতি বসুর নামাঙ্কিত সামাজিক গবেষণা কেন্দ্রে গেলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। জনতার অর্থে গড়ে উঠছে জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। 

বুধবার ইয়েচুরি বলেছেন, ‘‘জ্যোতি বসু নগরে এই কেন্দ্র গড়ে উঠছে। বাংলার পুনর্জাগরণের  ধারাকে সংহত করে এই কেন্দ্র সমৃদ্ধ প্রগতিশীল বৌদ্ধিক চিন্তার বিকাশের কাজ করবে।’’ 

ইয়েচুরি সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘‘এই সমৃদ্ধ চিন্তার বিকাশ আজ আক্রান্ত ফ্যাসিস্ট লক্ষণসম্পন্ন সাম্প্রদায়িক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তির হাতে।’’ 

গবেষণা কেন্দ্র গড়ে ওঠার কাজে সমাজের বিভিন্ন অংশের মানুষ নিজেদের সঞ্চয়ের অর্থ তুলে দিচ্ছেন। 

বুধবার ইয়েচুরি সাংবাদি সম্মেলনও করেছেন মুজফ্‌ফর আহমদ ভবনে। বিদেশ সফররত কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর একটি বক্তব্যে ঔপনিবেশিক মানসিকতার সমালোচনাও করেছেন। 

ওয়াশিংটনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রীকে প্রশ্ন করা হয় ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বহু ঘটনা প্রসঙ্গে। সীতারামন বলেন, ‘‘এত নিপীড়ন হলে সংখ্যালঘুদের জনসংখ্যা বাড়ছে কেন।’’ 

ইয়েচুরি বলেন, ‘‘এই মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের কুখ্যাত উক্তি মনে করিয়ে দিচ্ছে। ব্রিটিশ শাসনের কারণেই বাংলায় মহামারী হয়েছিল। আর চার্চিল বলেছিলেন এতই যদি লোক মারা পড়েছে তা’হলে খরগোশের মতো দ্রুত বংশবৃদ্ধি হচ্ছে কিভাবে?’’ 

Comments :0

Login to leave a comment