পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ছবি এখনও অব্যহত। ভোটের ফলাফল ঘোষণার দিন রাতে ভাঙড়ে বোমাবাজী ও গুলিতে মৃত্যু তিনজনের। মালদায় মৃত্যু এক জনের। গত ৩৫ দিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ভোট-হিংসা নিয়ে একগুচ্ছ মামলার শুনানী চলছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম নির্বাচন কমিশনকে হিংসার পরিস্থিতি নিয়ে তীব্র ভর্ৎসনা করেছেন। কেন এত হিংসা? কেন মার খাচ্ছে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।
যে নির্বাচন নিয়ে এত অশান্তি সেই নির্বাচনে জয়ী প্রার্থীদের ভবিষ্যত নির্ভর করবে আদালতের নির্দেশের ওপর বুধবার কমিশনকে সাফ জানাল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে নির্বাচন ও গণনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে বলেও কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। নির্বাচন ও গণনারও ভবিষ্যত নির্ধারিত হবে এই মামলার রায়ের ওপর। ভোট মিটে গেলেও হিংসা অব্যাহত এ নিয়েও বিক্ষুব্ধ আদালত। কেন এমন পরিস্থিতি হবে! কেন রাজ্য নিজের নাগরিকদের সুরক্ষা দিতে পারবে না, সেই বিষয়টিও যথেষ্ট গম্ভীরভাবে দেখছে আদালত।
এদিনের শুণানীতে আদালতে উপস্থিত ছিলনা রাজ্য নির্বাচন কমিশনের কোনও আধিকারিক। ফলে কমিশনের উত্তর যথেষ্ট নয় বলেই মনে করছে আদালত। কমিশনের বিরুদ্ধে বাহিনী নিয়ে অসহযোগিতার অভিযোগে বিষয়টি ক্ষতিয়ে দেখছে আদালত। যে বুথগুলো অশান্তির খবর এসেছে সেখানে পুনর্নিবাচন নিয়ে বিবেচনা করতে হবে কমিশনকে, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
Comments :0