বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘন্টার বৈঠক করলেন আন্দোলনরত কুস্তিগিররা। বৈঠক শেষে কুস্তিগির বলবন পুনিয়া সাংবাদিকদের জানিয়েছেন, ১৫ জুনের মধ্যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চলা তদন্ত শেষ হবে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে অনুরাগ ঠাকুর লিখিত আকারে একাধিক প্রস্তাব আন্দোলনকারীদের সামনে রেখেছেন। সেখানেই রয়েছে ১৫ জুনের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষের বিষয়টি।
এর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী প্রস্তাব দেন, কুস্তি ফেডারেশনে নিরপেক্ষ নির্বাচন করা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দেওয়া প্রস্তাব অনুযায়ী, সেই নির্বাচনে ব্রিজভূষণ কিংবা তাঁর পরিবারের কোনও সদস্য অংশ নিতে পারবে না।
প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে চলতি বছরের জানুয়ারি থেকে আন্দোলন করছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বলবন পুনিয়া সহ আন্তর্জাতিক স্তরে মেডেলজয়ী কুস্তিগিররা।
কেন্দ্র কোনও পদক্ষেপ গ্রহণ না করায় এপ্রিল মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান শুরু করেন কুস্তিগিররা। ২৮ মে, অর্থাৎ নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখান কুস্তিগিররা। তাঁদের টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। একইসঙ্গে ভেঙে দেওয়া হয় যন্তর মন্তরের অবস্থান মঞ্চ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে।
এরইমাঝে জুনের গোড়ায় এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন বলবন পুনিয়া। তাঁর সাক্ষাৎকারের পরে আরও মুখ পোড়ে কেন্দ্রের। জনমতের চাপে কেন্দ্রীয় সরকার এক প্রকার বাধ্য হয় কুস্তিগিরদের সঙ্গে আলোচনা শুরু করতে। ইতিমধ্যেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে কুস্তিগিরদের বৈঠক হয়েছে।
এদিনের বৈঠকে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২৮ মে কুস্তিগিরদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করা হবে। এর পাশাপাশি আন্দোলনকারীদের তোলা ৫টির মধ্যে ৩টি দাবি মেনে নিয়েছে কেন্দ্র।
যদিও অনুরাগ ঠাকুর এদিনের বৈঠকে ব্রীজভূষণের গ্রেপ্তারির প্রসঙ্গে কোনও কথাই বলেন নি। সেক্ষেত্রে আদৌ কোনও রফাসূত্র মিলবে কিনা, থাকছে সেই প্রশ্ন। কারণ, কুস্তিগিরদের প্রধান দাবি, যৌন হেনস্থাকারী ব্রিজভূষণকে গ্রেপ্তার করতে হবে।
Comments :0