শুক্রবার সন্ধ্যায় প্রার্থীর নাম ঘোষণার পর শনিবার সকাল থেকেই আরামবাগ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বিপ্লব মৈত্রর জমজমাট প্রচার। এদিন খানাকুল ১ ব্লকের খানাকুল বাজার ও খানাকুল ২ নং ব্লকের রাজহাটি বাজারে দুপুর পর্যন্ত টানা প্রচার চলল। তরুণ বয়সী শিক্ষক ও খানাকুলের ভূমিপুত্র বিপ্লব মৈত্রকে প্রার্থী হিসাবে কাছে পেয়ে দুই বাজার এলাকায় দোকানদার - ক্রেতা ও পথচলতি মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল দেখার মতো। অনেকেই প্রার্থীর সঙ্গে হাত মেলালেন। শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থীও এগিয়ে গিয়ে মত বিনিময় করেন । প্রার্থীকে সমর্থনের আশ্বাস দেন অনেকেই। খানাকুলের তিন বারের প্রাক্তন সিপিআই (এম) 'র বিধায়ক বংশী বদন মৈত্রর ছেলে শুনে অনেক প্রবীণ মানুষজন অত্যন্ত খুশি হন। অটো- টোটো ও মোটর সাইকেলের অনেক আরোহীরা গাড়ি থামিয়ে প্রার্থীর সঙ্গে করমর্দন করেন।
Arambagh
আরামবাগে প্রচারে ব্যাপক সাড়া পেল সিপিআই(এম)
×
Comments :0