Delhi airport

বোমাতঙ্কর হুমকি দেওয়ায় আটক নাবালক

জাতীয়

বোমাতঙ্কের গুজব ছড়ানোর কারণে ১৩ বছর বয়সী এক নাবালককে আটক করলো দিল্লি পুলিশ। সূত্রের খবর ওই নাবালক একটি মেইল আইডি থেকে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে মইল করে জানায় যে দুবাই গামি একটি বিমানে বোম রাখা আছে। স্বাভাবিক ভাবে এই মেইল আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত নেমে জানা যায় যে কোন বোম নেই। ওই মেইলটি সম্পূর্ন ভাবে একটি গুজব।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার এই মেইল করা হয়। তারপর ওই নাবালককে আটক করা হলে সে দাবি করে যে মজার ছলে ওই মেইল তিনি করেছিলেন। পুলিশ আধিকারিক উষা রাঙ্গনানি জানিয়েছেন ইমেইল করার পরপরই মেইল আইডিটি ডিলিট করে দেওয়া হয়। তারপর সূত্র ধরে ওই নাবালককে আটক করলে সে সব কিছু স্বীকার করেন।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ‘‘ওই যুবক জানিয়েছে যে তার বাবা মা লেখা পড়ার জন্য তাকে একটি ফোন দিয়েছিল সেখান থেকেই মেইল করে মেইল আইডি ডিলিট করে দেয় পরবর্তী সময়।’’

Comments :0

Login to leave a comment