High Court

এ কেমন তদন্ত? আদালতে ফের ধমক খেলো ইডি

রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জি সহ লিপস অ্যান্ড বাউন্ডস এর ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান হাই কোর্টে জমা দিল ইডি। তবে মাত্র একজন অভিনেতার সম্পত্তির খতিয়ান আদালতের কাছে জমা করেছে ইডি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে সম্পত্তির সেই খতিয়ান জমা দেওয়া হয়েছে কৃন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। আর ইডি’র এই রিপোর্ট নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন খোদ বিচারপতি। তিনি বলেন, আদালতের ইডির পক্ষ থেকে পূর্বে যা যা রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তাতে বিভিন্ন বিষয় উল্লেখ ছিল। কিন্তু এতদিন তদন্ত চালিয়ে মাত্র একজন সুবিধা ভোগীর সম্পত্তির তালিকা কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা আদালতের কাছে জমা দিল তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। ইতিমধ্যে তৃণমূলের যুব নেত্রী, অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়োগ দুর্নীতি মামলা ইডি জেরা করেছে। আরও একাধিক অভিনেতা, অভিনেত্রীর নাম উঠে এসেছে তদন্তে।

গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে নির্দেশ দেয় ২১ সেপ্টেম্বর আদালতের কাছে অভিষেক ব্যানার্জি সহ লিপস অ্যান্ড বাউন্ডস এর ডিরেক্টর সহ নিয়োগ দুর্নীতি কান্ডে যেই সব অভিনেতা এবং অভিনেত্রীদের নাম সামনে এসেছে তাদের সম্পত্তির খতিয়ান আদালতের কাছে জমা করার নির্দেশ দেন তিনি। সেদিন নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি সিনহা মন্তব্য করেছেন, এই সংস্থা কবে তৈরি হয়েছে এর কাজ কী এটা জানা দরকার। সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সম্পর্কে তথ্য সামনে আসা প্রয়োজন। প্রসঙ্গত, এই সংস্থার এক সময় ডিরেক্টর ছিলেন অভিষেক বানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি। এই সংস্থার মাথায় রয়েছেন অভিষেক ব্যানার্জির পরিবারের লোকজন। তাঁর বাবা এবং মাকে ডিরেক্টরের পদে বসানো হয়েছিল। সংস্থার অন্যান্য আধিকারিকদের হদিশ তদন্তকারী সংস্থার হাতে এসেছে। এব্যাপারে সমস্ত তথ্য আদালতে জমা পড়ার পরই বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন সংস্থার সিইও সহ ডিরেক্টরদের সম্পতির হিসাব আদালতে জমা করতে হবে। 

নিয়োগ দুর্নীতি তদন্তে বার বার আদালতে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই, ইডির ভূমিকা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে এসেছে সেটিংয়ের কথা। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি কান্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা ৯০০ দিনের বেশি সময় ধরে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষরা গ্রেপ্তার হলেও নিয়োগ দুর্নীতির আসল মাথা কারা তার কোন হদিশ এখনও করতে পারেনি সিবিআই এবং ইডি। এই পরিস্থিতি তদন্তের অগ্রগতি বার বার আদালতের প্রশ্নের মুখে পড়ছে। 

Comments :0

Login to leave a comment