Ed summons Kejriwal

আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল

জাতীয়

ইডি’র ডাকে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টানা সপ্তমবার ইডির তলব এড়িয়েছেন আম আদমি পার্টি (আপ)’র নেতা। দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে আপ প্রধানকে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সপ্তমবার বার ইডির তলব এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। ইডির তলব ‘বেআইনি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বারবার সরব হয়েছেন কেজরিওয়াল।
বারবার ইডির হাজিরা এড়িয়ে যাওয়ায়, তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। গত ৭ ফেব্রুয়ারি দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের বিচারক দিব্যা মালহোত্রার এজলাসে সেই মামলার শুনানি ছিল। শুনানি শেষে বিচারক বলেন,  আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে কেন তিনি বারবার ইডির তলব এড়িয়ে যাচ্ছেন। সশরীরে হাজিরা না দিয়ে, সেদিন ভিডিও কনফারেন্সে তিনি জানান, আস্থা ভোট এবং বাজেট অধিবেশনের কারণে ১ মার্চের পর তিনি আদালতে হাজিরা দিতে পারবেন। কেজরিওয়ালের কথামতো আগামী ১৬ মার্চ দিল্লি আদালতে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কথামতো শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হলে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের স্বভাবতই স্বস্তিতে আম আদমি পার্টি (আপ)’র নেতা।

Comments :0

Login to leave a comment